
আব্দুল্লাহ আল মামুন, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
গাজায় গণহত্যার প্রতিবাদে ফরিদপুরের সালথায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলার সর্বস্তরের মুসলিম জনতা। আজ সোমবার (৭ এপ্রিল) বিকাল ৫টায় উপজেলা পরিষদের চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাইপাস সড়কে এসে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য শাইখুল হাদিস আল্লামা আকরাম আলী সাহেবের সভাপতিত্বে ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সালথা উপজেলা শাখার সেক্রেটারী মোঃ তরিকুল ইসলামের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতী মফিজুর রহমান, বাংলাদেশ ইসলামী আন্দোলন সালথা উপজেলা শাখার সভাপতি মোঃ জিয়াউর রহমান, সালথা উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আসাদ মাতুব্বর, পুরুরা মাদ্রাসার মোহতামিম মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা নেসারুদ্দীন, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা হাবিবুর রহমান, যুবদল নেতা এনায়েত হোসেন প্রমূখ। এছাড়াও উপজেলার বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মুসলিম জনতা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, আমাদের সকলের ইসরাইলী পণ্য বয়কট করতে হবে। দেশের কোন দোকানদার ইসরাইল পণ্য বিক্রি করবেন না। আমাদের দেশের পণ্য আমরা দেশে ব্যবহার করব। আমাদের আগে খাঁটি মুসলমান হতে হবে। তারপরে সকল মুসলিম একত্রিত হয়ে জুলুমকারীদের প্রতিহত করতে হবে।
আব্দুল্লাহ আল মামুন
সালথা ফরিদপুর