
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। লিখিত পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত।
দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীন ৩০ হাজার ৪৫টি স্কুল ও মাদ্রাসার মোট ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন শিক্ষার্থীর পরীক্ষায় অংশ নেয়ার কথা রয়েছে।
দেশের তিন হাজার ৭১৫টি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হচ্ছে। পরীক্ষা ১৩ই মে পর্যন্ত চলবে।
পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থী কমেছে ৯৫ হাজার ২২২ জন।
শুধু তাই নয়, বিগত পাঁচ বছরে এবারই সবচেয়ে কম শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিচ্ছে।