
এ পদযাত্রা মানবতার পক্ষে, গণহত্যার বিরুদ্ধচারণ। হাতে নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনের পতাকা, কারও হাতে প্রতিবাদী ফেস্টুন, আবার কেউ কপালে সেঁটেছেন গাজা-রাফাবাসীর দুঃখ-গাথা। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান যেন এখন এক টুকরো ফিলিস্তিন।
মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ দিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নানা বয়সী মানুষ ছোট-বড় মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। এ কর্মসূচিতে এক হয়েছে সব রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও নানান ধর্ম-বর্ণের মানুষ। শনিবার (১২ এপ্রিল) সকাল থেকেই জনস্রোত ছুটে চলছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের দিকে।
বাংলামোটর, কাকরাইল পুরান ঢাকা, গুলিস্তানের জিরোপয়েন্টসহ বিভিন্ন স্থান থেকে এক যোগে শুরু হয় এই মার্চ ফর গাজা কর্মসূচি। একে একে রাজধানীর সব পথ মিলছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে।
আয়োজনে অংশ নিয়ে সাধারণ মানুষ ইসরাইলের বর্বরতা রুখে দিতে বিশ্ব মুসলিমকে এক হওয়ার আহবান জানাচ্ছে।
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইতিহাস সৃষ্টি করে করে শুধু ফিলিস্তিনের জন্য এক মঞ্চে এক হচ্ছেন বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
দুপুর ৩ টার পরে মার্চ ফর ঢাকার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে সোহরাওয়ার্দী উদ্যানের মূল মঞ্চ থেকে।