
ফরিদপুরের সালথা সরকারি কলেজে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে।সোমবার (১৪ এপ্রিল) সকালে কলেজ প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে এবং পান্তা ইলিশের সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, “এ ধরনের আয়োজন আমাদের মনোবল ও উৎসাহ বাড়িয়ে দেয়। আমরা চাই প্রতিবছর এই আয়োজন আরও বড় পরিসরে হোক।”
।উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপন কলেজজুড়ে ছড়িয়ে দেয় আনন্দের রঙ।