
ফরিদপুর থেকে মাদারীপুরগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে খাদে পড়ে গেছে। এই দুর্ঘটনায় সাত জন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
সেখানে আহতের সংখ্যা ৩০ থেকে ৩৫ জনের মতো। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ৪০ থেকে ৪৫ জন যাত্রী ভর্তি ওই বাসটি আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে দুর্ঘটনার শিকার হয়। এই ঘটনায় আহতদের অনেকেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বাসটি দ্রুতগতিতে অন্য যানবাহনকে ওভারটেক করতে গেলে এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।