
ইসলামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আলী হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
জামায়াতের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সেক্রেটারি ড. সামিউল হক ফারুকীর হাত ধরে যোগ দেন বিএনপি নেতা আলী হোসেন।
শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইসলামপুর উপজেলা শাখার কার্যালয়ে দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. সামিউল হক ফারুকীর হাত ধরে বিএনপি নেতা মো. আলী হোসেন জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ফরম পূরণের মধ্য দিয়ে দলটিতে যোগদান করেন। পরে জামায়াতে ইসলামীর কয়েকটি বই সদ্য যোগদানকারী আলী হোসেনের হাতে তুলে দেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সেক্রেটারি সামিউল হক ফারুকী।
উপজেলা বিএনপির সূত্রে জানা গেছে, মো. আলী হোসেন অন্তত সাড়ে তিন দশক ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। উপজেলা বিএনপির কমিটিতে তিনি সহ-সভাপতি পদে ছিলেন। এর আগে তিনি উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনের শুরুতে আলী হোসেন বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল এবং যুবদলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
জামায়াতে যোগ দেয়া আলী হোসেন বলেন, জামায়াতে ইসলামীর কর্মকাণ্ডে আকৃষ্ট হয়ে দলটিতে যোগদান করেছি। দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে ছিলাম।
বিএনপি নেতা আলী হোসেনের জামায়াতে ইসলামীতে যোগদান সত্যতা স্বীকার করেছেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাওলানা মো. খলিলুর রহমান। তিনি বলেন, জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে এসে আলী হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন