
ফরিদপুরের সালথায় নবকাম পল্লী কলেজে কলেজে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করেছে।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় নবকাম কলেজ চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি যদুনন্দী বাজারের প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ চত্বরে এসে শেষ হয়।
কলেজের অধ্যক্ষ জনাব মোঃ ওবায়দুর রহমানের নেতৃত্বে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
উক্ত শোভাযাত্রায় অংশগ্রহণ করে কলেজের সকল শিক্ষক কর্মচারী ছাত্র/ছাত্রী গভর্নিং বডি সদস্য এবং নবকাম অঞ্চলের সর্বস্তরের জনগণ।
পহেলা বৈশাখ উপলক্ষে দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল আনন্দ শোভাযাত্রা এতে তুলে ধরা হয় বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির নানা অনুষঙ্গ।