খুঁজুন
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ, ১৪৩২

২৫০ রকম ওষুধ মিলবে এক-তৃতীয়াংশ দামে

অনলাইন ডেস্ক স্টাফ রিপোর্টার
প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৪:৩৩ পিএম
২৫০ রকম ওষুধ মিলবে এক-তৃতীয়াংশ দামে

 

সারা দেশের সব সরকারি হাসপাতালে প্রথমবারের মতো ‘সরকারি ফার্মেসি’চালুর উদ্যোগ নিচ্ছে সরকার। তিন ভাগের এক ভাগ দামে এসব ফার্মেসিগুলোতে মিলবে বহুল ব্যবহৃত ২৫০ ধরনের ওষুধ।

 

সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, সারাদেশের প্রতিটি সরকারি হাসপাতাল চত্বরে সরকারি ফার্মেসি চালু করা হবে। গুণগত ও মানসম্পন্ন ওষুধ সবার জন্য সাশ্রয়ী মূল্যে নিশ্চিতের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষ ২৫০ ধরনের ওষুধ তিন ভাগের এক ভাগ দামে পাবেন।

 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, ‘সরকারি হাসপাতালগুলোতে ল্যাব সার্ভিস আছে, অন্য প্রাইমারি হেলথকেয়ার সার্ভিস আছে কিন্তু কোথাও কোনো ফার্মাসিউটিক্যাল সার্ভিস নেই। নতুন উদ্যোগ হিসেবে দেশের সব সরকারি হাসপাতাল চত্বরে ফার্মেসি চালু করতে যাচ্ছে সরকার। এতে ২৫০ ধরনের ওষুধ এক-তৃতীয়াংশ দামে পাবেন সাধারণ মানুষ।’

 

তিনি বলেন, সরকারের এই উদ্যোগটি সাধারণ মানুষের জন্য উপকার করবে। ওষুধের খরচ কমিয়ে স্বাস্থ্যসেবাকে জনগণের কাছে এর মাধ্যমে আরও সহজলভ্য করা যাবে।

 

ডা. সায়েদুর রহমান বলেন, বর্তমানে ওষুধের উচ্চমূল্যের কারণে অনেকেই চিকিৎসা ব্যয় বহন করতে পারছেন না, ফলে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই সমস্যা সমাধানে সরকারি ফার্মেসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

প্রতি বছর সরকারি ফার্মাসিউটিক্যাল কোম্পানি ইডিসিএল প্রায় এক হাজার ৩০০ কোটি টাকার ওষুধ কিনে থাকে উল্লেখ করে সায়েদুর রহমান বলেন, ‘এখন থেকে বাজেট বাড়িয়ে আরও বেশি পরিমাণে ওষুধ কেনা হবে। সরকারের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে যাতে প্রয়োজনীয় ওষুধ সময়মতো সরবরাহ করা যায়, তা নিশ্চিত করা হবে।’

জেলের মরদেহ উদ্ধার পদ্মা নদী থেকে যা জানালো প্রতিনিধি ।

বিশেষ প্রতিনিধি , রাজবাড়ী
প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৮:১৩ পিএম
জেলের মরদেহ উদ্ধার পদ্মা নদী থেকে  যা জানালো প্রতিনিধি ।

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদী থেকে মসলেম প্রামানিক (৫৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

নিহত মসলেম প্রামাণিক গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ইদ্রিস মন্ডল পাড়ার হয়দার প্রামাণিকের ছেলে।

স্থানীয় ও নিহত পরিবারের সদস্যরা জানিয়েছেন, শুক্রবার সকাল ১১টার দিকে মসলেম প্রামানিক মাছ ধরে বাজারে বিক্রি করে বাড়িতে আসে। খাওয়া-দাওয়া শেষ করে আবার পদ্মা নদীতে মাছ ধরতে যায়। শনিবার সকালে স্থানীয় লোকজন তার মরদেহ পানিতে ভাসতে দেখে। তিনি অসুস্থ থাকায় হার্ড অ্যাটাকে মৃত্যু হয়েছে বলে পরিবার মনে করছেন। পরে পুলিশকে খবর দিলে নৌ-পুলিশ মরদেহ উদ্ধার করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।

দৌলতদিয়া নৌ ফাঁড়ির এসআই মো. লুৎফর রহমান বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

 

ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ দাখিলের আহ্বান আসিফ মাহমুদের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৮:০০ পিএম
ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ দাখিলের আহ্বান আসিফ মাহমুদের

জীবনের দর্পণ

শনিবার (১৯ এপ্রিল) বিকেলে ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ তথ্য জানান।

আসিফ মাহমুদ লিখেছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ যেকোনো দপ্তর, সংস্থা বা যেকোনো পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে ঘুষ দাবি বা গ্রহণ, দুর্নীতি, অনিয়ম, কিংবা সেবা গ্রহীতাকে হয়রানির অভিযোগ থাকলে সম্মানিত নাগরিকদের তা দাখিলের জন্য আহ্বান জানানো যাচ্ছে।

অভিযোগে যথাযথ তথ্য, উপাত্ত ও প্রমাণ সংযুক্ত থাকলে তা অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়াও যেকোনো অভিযোগ গুরুত্বের সঙ্গে আমলে নেওয়া হবে। অভিযোগকারীর পরিচয় ও তথ্য গোপন রাখা হবে।

জনস্বার্থে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ঘুষ, অনিয়ম ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে আপনার সক্রিয় অংশগ্রহণ আমাদের প্রেরণা।

 

সালথায় জামায়াতে ইসলামীর গণসংযোগ ও লিফলেট বিতরণ

সাইফুল ইসলাম মারুফ, স্টাফ রিপোর্টারঃ
প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৭:২২ পিএম
সালথায় জামায়াতে ইসলামীর গণসংযোগ ও লিফলেট বিতরণ

ফরিদপুরের সালথা উপজেলায় ইসলামি জ্ঞান চর্চার এক নিখুঁত পরিকল্পনা, জনকল্যাণমুখী আদর্শ রাষ্ট্র ও সরকার গঠনের নিয়মতান্ত্রিক আন্দোলন বিষয়কে সামনে রেখে বাংলাদেশ জামাতে ইসলামী সালথা উপজেলা শাখার উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।  আজ শনিবার ( ১৯ এপ্রিল) বিকাল ৪ ঘটিকায়  সালথা সদর বাজার এলাকায় এই কার্যক্রম পরিচালনা করা হয় 

এসময় উপজেলা জামাতের আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ বলেন  ১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষ চলিতেছে। তারই অংশ হিসেবে আমরা সর্বস্তরের জনগণের পাশে ইসলামের দাওয়াত নিয়ে যাচ্ছি। ভ্যান চালক, রিক্সা চালক, দোকানদার, চায়ের দোকানের লোকজন সহ সকল প্রকারের মানুষের কাছে আমরা ইসলামের দাওয়াত নিয়ে যাচ্ছি। তারা আমাদের ডাকে ব্যাপক সাড়া দিচ্ছে। আগামীতে অন্যায়কে হটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলমী কাজ করে যাচ্ছে। সকলের প্রতি দাওয়াত থাকবে আগামীতে ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সমর্থন করুন। 

 উপজেলা জামাত ইসলামের আমিরের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সালথা উপজেলা জামাত ইসলামের সেক্রেটারি মোঃ তরিকুল ইসলাম, উপজেলা জামাতের নায়েবে আমির মোঃ আজিজুর রহমান মজনু, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি চৌধুরী মাহবুব আলী সিদ্দিকী (নসরু), রামকান্তপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন, সোনাপুর ইউনিয়নের সভাপতি মোঃ আলিমুজ্জামান, উপজেলা জামাত ইসলামের  নেতা মোঃ ওয়ালিউজ্জামান, জাহিদ হাসান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সালথা উপজেলা শাখার বাইতুল মাল সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।