খুঁজুন
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ, ১৪৩২

বৃহস্পতিবার শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের ভেতর প্রবেশে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন
প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৪:৩৯ পিএম
বৃহস্পতিবার শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা  কেন্দ্রের ২০০ গজের ভেতর প্রবেশে নিষেধাজ্ঞা

দেশের ৯টি শিক্ষা বোর্ডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামীকাল বৃহস্পতিবার থেকে এক যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বছর ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিচ্ছে।

 

এরই মধ্যে সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। প্রশ্নপত্র ফাঁস, গুজব, নকল বা অসদুপায় অবলম্বনের সাথে জড়িতদের ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও বলেছে কমিটি।

 

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের রুটিন অনুযায়ী ১০ এপ্রিল শুরু হয়ে পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত। এবারও বাংলা প্রথমপত্রের পরীক্ষা দিয়ে শুরু হবে এসএসসি পরীক্ষা। পরীক্ষা শেষ হবে বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্রের ও সহজ বাংলা দ্বিতীয় পত্র দিয়ে। নির্দিষ্ট দিনগুলোতে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ থেকে ২২ মে পর্যন্ত।

 

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় পরীক্ষার্থী রয়েছে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। এরমধ্যে ছাত্র ৭ লাখ এক হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২ হাজার ২৯১টি, প্রতিষ্ঠান সংখ্যা ১৮ হাজার ৮৪টি।

 

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। এরমধ্যে ছাত্র এক লাখ ৫০ হাজার ৮৯৩ জন এবং ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন ছাত্রী। এই বোর্ডের অধীনে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৭২৫টি। প্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৬৩টি।

 

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন। এরমধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ এবং ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন।

 

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার।

 

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ২০০ গজের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তি ব্যতীত জনসাধারণের প্রবেশাধিকার নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

 

বুধবার ডিএমপি কমিশনার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

‘এতে উল্লেখ করা হয়েছে, যেহেতু পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করা প্রয়োজন, সেহেতু আমি নিম্নস্বাক্ষরকারী ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/১৯৭৬) এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী এবং পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ব্যতীত জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করছি।

 

এ আদেশ আগামী ১০ এপ্রিল থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন সময় পর্যন্ত বলবৎ থাকবে।

জেলের মরদেহ উদ্ধার পদ্মা নদী থেকে যা জানালো প্রতিনিধি ।

বিশেষ প্রতিনিধি , রাজবাড়ী
প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৮:১৩ পিএম
জেলের মরদেহ উদ্ধার পদ্মা নদী থেকে  যা জানালো প্রতিনিধি ।

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদী থেকে মসলেম প্রামানিক (৫৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

নিহত মসলেম প্রামাণিক গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ইদ্রিস মন্ডল পাড়ার হয়দার প্রামাণিকের ছেলে।

স্থানীয় ও নিহত পরিবারের সদস্যরা জানিয়েছেন, শুক্রবার সকাল ১১টার দিকে মসলেম প্রামানিক মাছ ধরে বাজারে বিক্রি করে বাড়িতে আসে। খাওয়া-দাওয়া শেষ করে আবার পদ্মা নদীতে মাছ ধরতে যায়। শনিবার সকালে স্থানীয় লোকজন তার মরদেহ পানিতে ভাসতে দেখে। তিনি অসুস্থ থাকায় হার্ড অ্যাটাকে মৃত্যু হয়েছে বলে পরিবার মনে করছেন। পরে পুলিশকে খবর দিলে নৌ-পুলিশ মরদেহ উদ্ধার করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।

দৌলতদিয়া নৌ ফাঁড়ির এসআই মো. লুৎফর রহমান বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

 

ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ দাখিলের আহ্বান আসিফ মাহমুদের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৮:০০ পিএম
ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ দাখিলের আহ্বান আসিফ মাহমুদের

জীবনের দর্পণ

শনিবার (১৯ এপ্রিল) বিকেলে ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ তথ্য জানান।

আসিফ মাহমুদ লিখেছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ যেকোনো দপ্তর, সংস্থা বা যেকোনো পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে ঘুষ দাবি বা গ্রহণ, দুর্নীতি, অনিয়ম, কিংবা সেবা গ্রহীতাকে হয়রানির অভিযোগ থাকলে সম্মানিত নাগরিকদের তা দাখিলের জন্য আহ্বান জানানো যাচ্ছে।

অভিযোগে যথাযথ তথ্য, উপাত্ত ও প্রমাণ সংযুক্ত থাকলে তা অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়াও যেকোনো অভিযোগ গুরুত্বের সঙ্গে আমলে নেওয়া হবে। অভিযোগকারীর পরিচয় ও তথ্য গোপন রাখা হবে।

জনস্বার্থে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ঘুষ, অনিয়ম ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে আপনার সক্রিয় অংশগ্রহণ আমাদের প্রেরণা।

 

সালথায় জামায়াতে ইসলামীর গণসংযোগ ও লিফলেট বিতরণ

সাইফুল ইসলাম মারুফ, স্টাফ রিপোর্টারঃ
প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৭:২২ পিএম
সালথায় জামায়াতে ইসলামীর গণসংযোগ ও লিফলেট বিতরণ

ফরিদপুরের সালথা উপজেলায় ইসলামি জ্ঞান চর্চার এক নিখুঁত পরিকল্পনা, জনকল্যাণমুখী আদর্শ রাষ্ট্র ও সরকার গঠনের নিয়মতান্ত্রিক আন্দোলন বিষয়কে সামনে রেখে বাংলাদেশ জামাতে ইসলামী সালথা উপজেলা শাখার উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।  আজ শনিবার ( ১৯ এপ্রিল) বিকাল ৪ ঘটিকায়  সালথা সদর বাজার এলাকায় এই কার্যক্রম পরিচালনা করা হয় 

এসময় উপজেলা জামাতের আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ বলেন  ১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষ চলিতেছে। তারই অংশ হিসেবে আমরা সর্বস্তরের জনগণের পাশে ইসলামের দাওয়াত নিয়ে যাচ্ছি। ভ্যান চালক, রিক্সা চালক, দোকানদার, চায়ের দোকানের লোকজন সহ সকল প্রকারের মানুষের কাছে আমরা ইসলামের দাওয়াত নিয়ে যাচ্ছি। তারা আমাদের ডাকে ব্যাপক সাড়া দিচ্ছে। আগামীতে অন্যায়কে হটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলমী কাজ করে যাচ্ছে। সকলের প্রতি দাওয়াত থাকবে আগামীতে ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সমর্থন করুন। 

 উপজেলা জামাত ইসলামের আমিরের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সালথা উপজেলা জামাত ইসলামের সেক্রেটারি মোঃ তরিকুল ইসলাম, উপজেলা জামাতের নায়েবে আমির মোঃ আজিজুর রহমান মজনু, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি চৌধুরী মাহবুব আলী সিদ্দিকী (নসরু), রামকান্তপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন, সোনাপুর ইউনিয়নের সভাপতি মোঃ আলিমুজ্জামান, উপজেলা জামাত ইসলামের  নেতা মোঃ ওয়ালিউজ্জামান, জাহিদ হাসান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সালথা উপজেলা শাখার বাইতুল মাল সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।