চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র, ঢাকায় ছাত্রশিবিরের সদস্য সম্মেলন শুরু
সময় ও পরিবেশের সাথে তাল মিলিয়ে ছাত্রশিবির নতুন স্লোগানকে সামনে রেখে কেন্দ্রীয় সদস্য সম্মেলন ২০২৫ শুরু হয়।
“জাহেলি আঁধার পেরিয়ে এসেছে দিন বদলের বাঁক,
পৃথিবী আবার গড়তেই হবে নয়া আজাদির ডাক।”
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন শুরু হয়েছে। শুক্রবার সকালে ৮টা সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন জুলাই অভ্যুত্থানে ঢাকার যাত্রাবাড়ীতে শাহাদাতবরণকারী শহীদ মুনতাসির আলিফের গর্বিত পিতা সৈয়দ গাজিউর রহমান। উদ্বোধনকালে শহীদ পরিবারের সদস্য, আহত ও পঙ্গুত্ববরণকারী এবং ছাত্রশিবিরের গুমকৃত সদস্যদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
গত বছরের মতো এবারওএ সদস্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে দলটির সারা দেশের শপথধারী সদস্যরা ও জামায়াতের শীর্ষ নেতারাসহ বিভিন্ন দলের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত হয়েছেন।
এ সম্মেলনেই ২০২৬ সেশনের জন্য নির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করা হবে।
ছাত্র শিবিরের এই সম্মেলন দুটি সেশনে এ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত উন্মুক্ত সেশন ও দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরবর্তী সভাপতি নির্বাচন বা কার্যকারী সেশন অনুষ্ঠিত হবে।




আপনার মতামত লিখুন
Array