দিল্লি–আগরতলার পর কলকাতা উপ-হাইকমিশনে ভিসা সেবা বন্ধ
দিল্লি ও আগরতলার পর এবার ভারতের কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনে ভিসা সেবা বন্ধ করেছে বাংলাদেশ।
বুধবার (৭ জানুয়ারি) থেকে কলকাতা উপ-হাইকমিশনে ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা ছাড়া অন্য সব ধরনের ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। এর ফলে ভারতীয় নাগরিকদের জন্য পর্যটকসহ বিভিন্ন ক্যাটাগরির ভিসা আবেদন আপাতত গ্রহণ করা হচ্ছে না।
কলকাতার একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, বুধবার থেকেই উপ-হাইকমিশনে কনস্যুলার সেবা ও ভিসা কার্যক্রম স্থগিত করা হয়েছে। তবে ব্যবসায়িক ও ওয়ার্ক ভিসা কার্যক্রম সীমিত পরিসরে চালু রাখা হয়েছে। সূত্রটি জানায়, বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
কলকাতা উপ-হাইকমিশনের একজন কর্মকর্তা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা ছাড়া সব ধরনের ভিসা সেবা আপাতত বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তীতে ভিসা কার্যক্রম পুনরায় চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
এর আগে গত ২২ ডিসেম্বর দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের পাশাপাশি ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশন এবং শিলিগুড়ির ভিসা সেন্টার থেকেও ভিসা প্রদান ও কনস্যুলার সেবা সাময়িকভাবে স্থগিত করা হয়। ওই সময় জানানো হয়েছিল, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব মিশনে ভিসা ও কনস্যুলার কার্যক্রম বন্ধ থাকবে। এরপর থেকে এখন পর্যন্ত দিল্লি, আগরতলা ও শিলিগুড়িতে ভিসা কার্যক্রম চালু হয়নি।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি, নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন দিক এবং প্রশাসনিক বিবেচনায় রেখে ধাপে ধাপে এই সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে। বিশেষ করে বাংলাদেশে ভারতীয় নাগরিকদের চলাচল, নিরাপত্তা ও সামগ্রিক পরিস্থিতি মূল্যায়ন করে ভিসা নীতিতে সাময়িক পরিবর্তন আনা হয়েছে।
ভিসা কার্যক্রম বন্ধ থাকায় ভারতে বাংলাদেশ ভ্রমণে আগ্রহী বহু ভারতীয় নাগরিক অনিশ্চয়তার মুখে পড়েছেন। বিশেষ করে পর্যটন, চিকিৎসা ও পারিবারিক ভ্রমণের উদ্দেশ্যে যারা বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা করছিলেন, তাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা চালু থাকায় বাণিজ্যিক ও পেশাগত যোগাযোগ সীমিত আকারে বজায় থাকছে।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত কেবল কনস্যুলার কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি দুই দেশের চলমান কূটনৈতিক বাস্তবতার প্রতিফলন। পরিস্থিতি স্বাভাবিক হলে ভিসা সেবা ধীরে ধীরে পুনরায় চালু হতে পারে বলেও তারা মনে করছেন। আপাতত কলকাতাসহ ভারতের একাধিক শহরে বাংলাদেশি মিশনগুলোতে ভিসা কার্যক্রম বন্ধ থাকায় এর প্রভাব দুই দেশের জনগণের পারস্পরিক যাতায়াতে স্পষ্টভাবে পড়ছে।




আপনার মতামত লিখুন
Array