সিংড়ায় ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১
নাটোরের সিংড়া উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির অভ্যন্তরীণ বিরোধ ভয়াবহ রূপ নিয়েছে।
দলীয় দ্বন্দ্বের জেরে সংঘটিত এক রক্তক্ষয়ী হামলায় চাইনিজ কুড়ালের কোপে গুরুতর আহত হয়েছেন বিএনপি নেতা আবু রায়হান (৪৫)। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল আনুমানিক ৩টার দিকে সিংড়া উপজেলার তাজপুর গ্রামীণ সড়কে এ হামলার ঘটনা ঘটে। আহত আবু রায়হান উপজেলার ইটালি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং হিজলি গ্রামের প্রয়াত অফিজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাটোর-৩ (সিংড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদের চেম্বারে রাজনৈতিক আলোচনা শেষে বাড়ি ফিরছিলেন আবু রায়হান। পথে তাজপুর এলাকায় যুবদল নেতা সোহানুর রহমান সোহানসহ একদল যুবক তাঁর ওপর অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা চাইনিজ কুড়াল দিয়ে আবু রায়হানের দুই পায়ে এলোপাতাড়ি কোপ দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
হাসপাতালে চিকিৎসাধীন আবু রায়হান অভিযোগ করে বলেন, “ধানের শীষের প্রার্থী আনোয়ারুল ইসলাম আনুর সমর্থক সোহান, রমজান, আউয়ালসহ বেশ কয়েকজন পরিকল্পিতভাবে আমার ওপর এ হামলা চালিয়েছে।”
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ বলেন “ধানের শীষের প্রার্থীর লোকজন একজন ত্যাগী নেতাকে নির্মমভাবে কুপিয়েছে। যারা এ হামলা চালিয়েছে তারা ‘হাইব্রিড’ বিএনপি। আমি অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু সাংবাদিকদের জানান, তিনি এই ঘটনা সম্পর্কে কিছুই জানেন না।
সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শিবলী নোমান জানান, “আহত ব্যক্তির দুই পায়ের গোড়ালি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হাড় ভেঙে গেছে। তাঁর বড় ধরনের অস্ত্রোপচার প্রয়োজন।”
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসম আব্দুন নূর জানান, পুলিশ ঘটনাটি সম্পর্কে অবগত আছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নির্বাচনের প্রাক্কালে দলীয় এই অভ্যন্তরীণ কোন্দল ও সহিংসতার ঘটনায় পুরো সিংড়া এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।




আপনার মতামত লিখুন
Array