খুঁজুন
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ, ১৪৩২

নিউজ সিক্স

তাই বেশি জোর ফলাতে চাইলাম না

অনলাইন ডেস্ক ।।
প্রকাশিত: রবিবার, ২৩ জুলাই, ২০২৩, ৩:০৭ পিএম
তাই বেশি জোর ফলাতে চাইলাম না

আমি খুব সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে রিয়া। আজ আমার অষ্টম মঙ্গলা। মনটা আমার বেশ খুশি খুশি এটা কখনোই বলতে পারবো না। না, আপনারা যা ভাবছেন ভুল। আপনারা বলবেন বিয়েটা তো আমি নিজেই নিজের ইচ্ছেয় করেছি তাহলে আপত্তিটা কোথায়?

যেটুক খুশি আমায় দেখছেন সেটা আমি বাপের বাড়ি যাচ্ছি বলে শুধু মনটা খুশি। কিন্তু আগামী পরশু আমি আর আমার বর বাবাজীবন যাচ্ছি প্রথমবার একসাথে ঘুরতে থুড়ি মধুচন্দ্রিমা যাপনে। তাই এতো চিন্তা। আসলে অভি আমার ফোনে কথা বলছে না ঠিক মতো সেই বিয়ে দিন থেকে। অথচ ওর কথা বিয়েটা আমি করলাম।

ও হ্যাঁ ভুলেই গেছি, আপনাদের সাথে তো আমার বরের এখনো পরিচয় করাইনি। আমার বর বুবাই দা। আমাদের পরিচয় প্রায় সাত বছর হতে চলল। সেই যখন ক্লাস নাইন আমি যাচ্ছিলাম ঝড়ের বেগে সাইকেল চালিয়ে টিউশন পড়তে। তখন আমি সাইকেল চালানোতে ছেলেদেরও হার মানাই। তো সেই ঝড়ের বেগের সাইকেল এ ধাক্কা লাগলো এক শান্ত সৌম্য নিরীহ ছেলের। সেই ছেলেটিই এই আমার পতিদেব মিস্টার মানব মন্ডল। বিদেশে চাকরি করে কিছু পয়সা-করি করে আজ আমাকে বিয়ে করে জীবনে সবচেয়ে বড় কিছু পাওয়া হয়ে গেছে বলে দাবি করছে।

আজকাল বুবাই হাসতে হাসতে বলে “ধাক্কাটা সেদিন শরীরে লেগেছিল না হৃদয়ে কে জানে”। যাক গে ওর কথা বাদ দিন। তো সেই ঘটনার পর অনেক ওঠানামা আর ভুল বোঝাবুঝি ঠিক বোঝাবুঝির পর আজ আমাদের অষ্টম মঙ্গলা। সে গল্প না হয় আর এক দিন করব। ফিরে আসি আজকের দিনে। আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি অভি সাথে হানিমুন যাবো পাহাড়ে। আমার এই ‘আপাত শান্ত মনের দুরন্ত’ বর কে নিয়ে একটু ঘুরতে যাবো।

কিন্তু অভি ফোন ধরছে না কেন? ও বলেছিলো দার্জিলিং যে হোটেলটা ও বুকিং করেছে সেটা ওর বিশেষ জানাশোনা। বুবাই এর গল্পটি ওখানে শেষ করে আমি ওর সম্পত্তিতে রাজ করবো। আমি রাজি হয়ে গিয়েছিলাম কিন্তু এখন মনটা মানছে না। একটা মানুষের জীবন শেষ করে দেবো, লোকটা তো আমাকে পাগলের মতো ভালোবাসে।

যাক বাঁচা গেলো আজ আমার জন্মদিন। সারপ্রাইজ হিসেবে একটা দলিল উপহার দিয়েছেন বুবাই আমাকে। লাটাগুড়িতে একটা কটেজ কিনেছেন উনি আমার জন্য হানিমুনে যাবো আমরা ওখানেই। সারাদিন বেশ ভালো কাটলো কিন্তু মন খারাপ হলো বিকাল বেলায়।

আমার আর উনার মামাতো বোন অয়ন্তিকার জন্মদিন এক দিনে বিকালে একটা সারপ্রাইজ পার্টি আয়োজন করা হয়েছিল। আর সেখানেই আমার জন্য ছিলো আরো একটা সারপ্রাইজ। অভি আর অয়ন্তিকার এঙ্গেজমেন্ট। অথচ আমাদের বিয়েতেই ওদের আলাপ। শিল্পপতির মেয়ে বলে বোধহয় অতো তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে অভি।

বাড়ি ফিরে মনটা কিছুতেই ভালো করতে পারলাম না। শুয়ে পরলাম। উনি বললেন “তোমার মোবাইলটা দেবে একটু একটা গেমস খেলবো। দিয়ে দিলাম।” কি ধরণের মানুষ এই লোকটি কে জানে! কি ধাতুর তৈরি কে জানে? আজ উনি অভি আর আমার ঝগড়াটা দেখেছেন। অভি স্পষ্ট বলেছে, আমি বুবাইকে ঠকিয়েছি তাই ও আমাকে ঠকিয়ে কোনো ভুল করেনি।

সকাল বেলায় উঠে আরো একটা সারপ্রাইজ। অভি আয়ন্তিকাও আসলো আমাদের সাথে। দিনটা ভালো কাটলো। মানে আমি চেষ্টা করলাম সব কিছু ভুলে নতুন করে শুরু করতে। অভি বোধহয় আমাকে কোনদিন ভালোবাসে নি। ও বেশ নির্লিপ্ত। অয়ন্তিকাকে খুশি করতে ব্যাস্ত। আয়ন্তিকা হঠাৎ ঠিক করলো বাইক রেসিং করবে। আমি আপত্তি করলাম ঠিকই কিন্তু বুবাই এর ওপর জোর খাটানোর অধিকার বোধহয় আমার হয়নি এখনো। তাই বেশি জোর ফলাতে চাইলাম না। তবে মনে মনে চাইলাম একটা দিনের জন্যে হিরো হোক সবার চোখে।

কিন্তু রেসিং কোন ফল এলোনা। কারণ অভি এক্সিডেন্ট করলো। সন্ধ্যায় অয়ন্তিকা এলো সাথে এলো চাকর ভাবলারাম। জানতে পারলাম ভ্যাবলারাম আসলে অয়ন্তিকার বন্ধু রাজীব সিনহা পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা। অভির মোবাইল থেকে, আমার ছাড়াও আরো ছয় সাতটি মেয়ের আপত্তিকর ভিডিও , ছবি ডিলিট করা হয়েছে। যাদেরকে ও নিয়মিত ব্লাকমেইল করতো। অভি হয়তো বাঁচবে না। বেঁচে গেলেও আইনের হাত থেকে ওর রক্ষা নেই, কারণ ওর ব্লেকমেইলের ভয়ে আত্মাহত্যা করছে অয়ন্তিকার বান্ধবি সোনালী। ওর চলে যেতেই বুবাই একটা গোলাপ ফুল নিয়ে আমাকে উপহার দিলো। আর বললো গোলাপটা তুলতে গিয়ে সে নাকি অনেক গুলো কাটার আঘাত পেয়েছেন। সেটা দেখালো। আমি জিজ্ঞেস করলাম “আপনি আমাকে ঠিক কতটা ভালোবাসেন”

ও বললো ” তোমার জন্য আমি জীবন দিতে পারি ,আবার নিতেও পারি।”

আমার চোখে জল এসে গেলো।

জেলের মরদেহ উদ্ধার পদ্মা নদী থেকে যা জানালো প্রতিনিধি ।

বিশেষ প্রতিনিধি , রাজবাড়ী
প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৮:১৩ পিএম
জেলের মরদেহ উদ্ধার পদ্মা নদী থেকে  যা জানালো প্রতিনিধি ।

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদী থেকে মসলেম প্রামানিক (৫৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

নিহত মসলেম প্রামাণিক গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ইদ্রিস মন্ডল পাড়ার হয়দার প্রামাণিকের ছেলে।

স্থানীয় ও নিহত পরিবারের সদস্যরা জানিয়েছেন, শুক্রবার সকাল ১১টার দিকে মসলেম প্রামানিক মাছ ধরে বাজারে বিক্রি করে বাড়িতে আসে। খাওয়া-দাওয়া শেষ করে আবার পদ্মা নদীতে মাছ ধরতে যায়। শনিবার সকালে স্থানীয় লোকজন তার মরদেহ পানিতে ভাসতে দেখে। তিনি অসুস্থ থাকায় হার্ড অ্যাটাকে মৃত্যু হয়েছে বলে পরিবার মনে করছেন। পরে পুলিশকে খবর দিলে নৌ-পুলিশ মরদেহ উদ্ধার করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।

দৌলতদিয়া নৌ ফাঁড়ির এসআই মো. লুৎফর রহমান বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

 

ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ দাখিলের আহ্বান আসিফ মাহমুদের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৮:০০ পিএম
ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ দাখিলের আহ্বান আসিফ মাহমুদের

জীবনের দর্পণ

শনিবার (১৯ এপ্রিল) বিকেলে ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ তথ্য জানান।

আসিফ মাহমুদ লিখেছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ যেকোনো দপ্তর, সংস্থা বা যেকোনো পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে ঘুষ দাবি বা গ্রহণ, দুর্নীতি, অনিয়ম, কিংবা সেবা গ্রহীতাকে হয়রানির অভিযোগ থাকলে সম্মানিত নাগরিকদের তা দাখিলের জন্য আহ্বান জানানো যাচ্ছে।

অভিযোগে যথাযথ তথ্য, উপাত্ত ও প্রমাণ সংযুক্ত থাকলে তা অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়াও যেকোনো অভিযোগ গুরুত্বের সঙ্গে আমলে নেওয়া হবে। অভিযোগকারীর পরিচয় ও তথ্য গোপন রাখা হবে।

জনস্বার্থে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ঘুষ, অনিয়ম ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে আপনার সক্রিয় অংশগ্রহণ আমাদের প্রেরণা।

 

সালথায় জামায়াতে ইসলামীর গণসংযোগ ও লিফলেট বিতরণ

সাইফুল ইসলাম মারুফ, স্টাফ রিপোর্টারঃ
প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৭:২২ পিএম
সালথায় জামায়াতে ইসলামীর গণসংযোগ ও লিফলেট বিতরণ

ফরিদপুরের সালথা উপজেলায় ইসলামি জ্ঞান চর্চার এক নিখুঁত পরিকল্পনা, জনকল্যাণমুখী আদর্শ রাষ্ট্র ও সরকার গঠনের নিয়মতান্ত্রিক আন্দোলন বিষয়কে সামনে রেখে বাংলাদেশ জামাতে ইসলামী সালথা উপজেলা শাখার উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।  আজ শনিবার ( ১৯ এপ্রিল) বিকাল ৪ ঘটিকায়  সালথা সদর বাজার এলাকায় এই কার্যক্রম পরিচালনা করা হয় 

এসময় উপজেলা জামাতের আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ বলেন  ১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষ চলিতেছে। তারই অংশ হিসেবে আমরা সর্বস্তরের জনগণের পাশে ইসলামের দাওয়াত নিয়ে যাচ্ছি। ভ্যান চালক, রিক্সা চালক, দোকানদার, চায়ের দোকানের লোকজন সহ সকল প্রকারের মানুষের কাছে আমরা ইসলামের দাওয়াত নিয়ে যাচ্ছি। তারা আমাদের ডাকে ব্যাপক সাড়া দিচ্ছে। আগামীতে অন্যায়কে হটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলমী কাজ করে যাচ্ছে। সকলের প্রতি দাওয়াত থাকবে আগামীতে ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সমর্থন করুন। 

 উপজেলা জামাত ইসলামের আমিরের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সালথা উপজেলা জামাত ইসলামের সেক্রেটারি মোঃ তরিকুল ইসলাম, উপজেলা জামাতের নায়েবে আমির মোঃ আজিজুর রহমান মজনু, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি চৌধুরী মাহবুব আলী সিদ্দিকী (নসরু), রামকান্তপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন, সোনাপুর ইউনিয়নের সভাপতি মোঃ আলিমুজ্জামান, উপজেলা জামাত ইসলামের  নেতা মোঃ ওয়ালিউজ্জামান, জাহিদ হাসান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সালথা উপজেলা শাখার বাইতুল মাল সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।