হবিগঞ্জে খড় শুকানো নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত শতাধিক
হবিগঞ্জ সদর উপজেলায় ধানের খড় শুকানো নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের শতাধিক লোকজন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার দরিয়াপুর গ্রাম ও নিজামপুর গ্রামের মধ্যে এ ঘটনা ঘটে বলে জানান হবিগঞ্জ সদর মডেল থানার ওসি দেলোয়ার হোসেন।
আহতদের মধ্যে উস্তার মিয়া, আশিক মিয়া, শাহজাহান, দুলাল মিয়া, উজ্জ্বল, লতিফুর রহমান, বিলাল মিয়া, মাসুক মিয়া, ইফাত, ফরহাদ মিয়া, আব্দুল আওয়াল এবং মহিবুর রহমান মিয়াকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে দুই গ্রামের মধ্যবর্তী হাওরে খড় শুকানো নিয়ে দরিয়াপুর গ্রামের কিতাব আলী ও নিজামপুর গ্রামের শফিক মিয়ার মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে দুই পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষে ধাওয়া পাল্টাধাওয়া ও ‘ফিকল’ ছোড়াছুড়ি হয়। এতে দুই গ্রামের শতাধিক লোকজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকাল ৫টার দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
ফের সংঘর্ষে এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি দেলোয়ার হোসেন।




আপনার মতামত লিখুন
Array