ফরিদপুরে হাতবোমা ও বিস্ফোরক দ্রব্যসহ যুবক গ্রেপ্তার
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় হাতবোমা, বোমা তৈরির সরঞ্জামসহ এক যুবককে আটক করেছে যৌথবাহিনী। এ ছাড়া তার কাছে ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম পাওয়া গেছে।
মঙ্গলবার ভোর রাতে পৌর সদরের ৪ নম্বর ওয়ার্ডের সোতাশী মমিন মার্কেট এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে জানান বোয়ালমারী থানার ওসি মো. আনোয়ার হোসেন।
পরে আটকের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও মাদক আইনে আলাদা দুটি মামলা দিয়ে আদালতে পাঠানো হয় বলে জানান তিনি।
গ্রেপ্তার শামীম বিন ইসমাইল (২৪) ওই এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, শামীম হাতবোমা তৈরি করে নিজ ঘরে মজুত রেখেছেন বলে গোপন খবর পায় আইনশৃঙ্খলা বাহিনী। পরে বোয়ালমারী সেনা ক্যাম্পের সদস্য ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান চালিয়ে শামীমকে তার বাড়ি থেকে আটক করা হয়।
এ সময় তার বসতঘর থেকে তিনটি হাতবোমা, দুই প্যাকেট বিস্ফোরক, ৪৯টি ইয়াবা, ইয়াবা সেবনের সরঞ্জাম এবং বোমা প্রস্তুতের বিভিন্ন উপকরণ পাওয়া যায়। এ ছাড়া শামীম স্থানীয়ভাবে ইয়াবা ব্যবসা ও মোটরসাইকেল ছিনতাইয়ের সঙ্গেও জড়িত বলে অভিযান রয়েছে।
ওসি আনোয়ার হোসেন বলেন, শামীমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিস্ফোরক প্রস্তুত আইনে আলাদা মামলা হয়েছে। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।




আপনার মতামত লিখুন
Array